![নড়াইল বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/01/28/abnews24_59227.jpg)
নড়াইল,২৮ জানুয়ারি, এবিনিউজ : নড়াইল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।গত বৃহস্পতিবার সকালে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন নড়াইল জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস।বিকালে সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরা সুলতানার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার রাবেয়া ইউসুফ, দিলারা বেগম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন সিকদার, বার্ষিক ক্রীড়া উদযাপন পর্ষদের সম্পাদক ও সহকারী শিক্ষক শেখ হাফিজুর রহমান, সহ-সম্পাদক জেসমিন আরাম প্রমুখ। প্রতিযোগিতায় বিদ্যালয়ের ছাত্রীরা ৪৩টি ইভেন্টে বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
এবিএন/সৈয়দ খায়রুল আলম/জসিম/অসীম রায়