চুয়াডাঙ্গা, ২৮ জানুয়ারি, এবিনিউজ : চুয়াডাঙ্গায় জঙ্গিবাদী বই ও বোমা তৈরির সরঞ্জামসহ দুই হরকাতুল জিহাদ (হুজি) সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬ এর সদস্যরা।
আজ শনিবার সকালে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা এলাকা থেকে আব্দুল্লাহ আল মামুন ও রকিবুল ইসলাম নামে ওই দুই হুজি সদস্যকে আটক করা হয়।
ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে র্যাবের একটি দল কার্পাসডাঙ্গা এলাকায় অভিযান চালায়। এসময় বই ও বোমা তৈরির সরঞ্জামসহ মামুন ও রকিবুল ইসলামকে আটক করা হয়।
এ বিষয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ র্যাব ক্যাম্পে প্রেসব্রিফিং এর মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
এবিএন/শংকর রায়/জসিম