![সেনবাগে ফ্রি চিকিৎসা শিবির অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/01/28/senbag-map_59389.jpg)
সেনবাগ (নোয়াখালী), ২৮ জানুয়ারি, এবিনিউজ : সেনবাগ উপজেলা মোহাম্মদপুর দক্ষিণ রাজারামপুর গ্রামে নব কিরণ জাগরণ সংস্থার উদ্দ্যোগে আজ শনিবার সকালে ফ্রি চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি মো: রিয়াদুল ইসামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বাহাদুরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ আলম রিগান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেবারহাট মেডিকেলের স্বত্তাধিকারী আবুল খায়ের এছাড়া আরো উপস্থিত ছিলেন বেলায়াতে হোসেন, সোহাগ, রুবেল, জাবেদ সহ প্রমুখ।
এবিএন/ফিরোজ আলম রিগান/জসিম/রাজ্জাক