সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • বান্দরবানে বিশুদ্ধ খাদ্য মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বান্দরবানে বিশুদ্ধ খাদ্য মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বান্দরবানে বিশুদ্ধ খাদ্য মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বান্দরাবন, ২৯ জানুয়ারী, এবিনিউজ : বান্দরবানে বিশুদ্ধ খাদ্য মামলার ৫ হাজার টাকা জরিমানা ২ মাসের সাজাপ্রাপ্ত পালাতক মোঃ আক্তার কামালকে গ্রেফতার করেছে বান্দরবান সদর থানা পুলিশ। বান্দরবান সদর থানা পলিশ সূত্র জানায়, গত ১০মার্চ ১৬সালে বিশুদ্ধ খাদ্য মামলা০৬/১৪ ও বিশেষ খাদ্য অধ্যাদেশ-(১৯৫৯)র সাজাপ্রাপ্ত আসামি পালাতক ছিল।

গতকাল শনিবার বিকালে গোপণ সংবাদের ভিত্তিতে বান্দরবান সদর থানা অফিসার-ইনচার্জ জনাব রফিক উল্লাহ্র নেতৃত্বে বান্দরবান সদরথানার এএসআই মকছুদ আহমদ ও কনস্টবল মাহাবুব আলমসহ বান্দরবান সদর ইউপির রেইছা বাজারের থলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে গোয়ালিয়া খোলা রাস্তার মাথা থেকে মাঃ আক্তার কামাল(৩০) পিতা মৃত মোঃ হোছাইনকে গ্রেপ্তার করাহয়।

এবিএন/আব্দুর রহিম/জসিম/ইতি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত