![সেনবাগে ট্রাক-পিকআপ সংঘর্ষে শিশু নিহত, আহত-৫](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/01/29/abnews24_59573.jpg)
সেনবাগ (নোয়াখালী),২৯ জানুয়ারি,এবিনিউজ : নোয়াখালী-ফেনী মহাসড়কের সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের তিনপুকুরিয়া নামক স্থানে মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের এক শিশু (৪মাস) নিহত ও ৫জন আহত হয়েছে। রবিবার দুপুর দেড়টার দিকে মুক্তা ব্রিকফিল্ড এর সামনে এ দূর্ঘটনা ঘটে। এ রিপোট লেখার আগ পর্যন্ত নিহত শিশুর নাম পরিচয় জানা যায়নি। আহতরা হচ্ছেন- পিকআপ চালক সাদ্দাম হোসেন, যাত্রী পান্না বেগম, বাপ্পী’সহ ৫জন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে চৌমুহনী থেকে ফেনীর উদ্দেশ্যে একটি মালবাহী ট্রাক ছেড়ে আসে। এসময় গাড়ীটি নোয়াখালী-ফেনী মহাসড়কের তিন পুকুরিয়ার এলাকার মুক্তা ব্রিকফিল্ড এর সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী পিকআপকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ৪মাসের এক শিশু নিহত এবং শিশুর মা ও পিকআপ চালক’সহ ৫জন আহত হয়। বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শফিক জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবিএন/ ফিরোজ আলম ভূইয়া/জসিম/অসীম রায়