![শরীয়তপুরে বিপুল পরিমাণ জাটকাসহ আটক ২১](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/01/31/pic-3_59912.jpg)
শরীয়তপুর, ৩১ জানুয়ারি, এবিনিউজ : জাটকা পরিবহণের সময় শরীয়তপুরের বুড়িরহাট থেকে ৬ হাজার কেজি (৬ টন) নিষিদ্ধ জাটকা ইলিশ মাছ আটক করেছে র্যাব-৮।এসময় জাটকা পরিবহণের সাথে জড়িত থাকার অপরাধে ২১ জনকে আটক করা হয়। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান ভ্রাম্যমাণ আদালত এর মাধ্যমে আটক ২১ জনের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা করে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ আজ মঙ্গলবার ভোরে জেলা সদরের বুড়িরহাট বাজারের কাছে গোসাইরহাট-শরীয়তপুর সড়কে অভিযান চালিয়ে ১২টি নসিমন বেঝাই ৬ টন জাটকা সহ ২১ জনকে আটক করা হয়। আটককৃত জাটকা বরিশাল থেকে গোসাইরহাট হয়ে জেলা সদর, আঙ্গারিয়া ও ভোজেশ^র বাজার সহ বিভিন্ন বাজারে যাচ্ছিল বলে ধারনা করছে র্যাব। আটককৃত জাটকা স্থানীয় বিভিন্ন এতিমখান ও গরীব দুঃখীদের মাঝে বিতরণ করা হয়েছে।
এবিএন/ কাজী নজরুল ইসলাম/জসিম/অসীম রায়