শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মাদারীপুরে এক প্রতিবন্ধী ছাত্রকে বই, খাতা ও কলম বিতরণ

মাদারীপুরে এক প্রতিবন্ধী ছাত্রকে বই, খাতা ও কলম বিতরণ

মাদারীপুরে এক প্রতিবন্ধী ছাত্রকে বই, খাতা ও কলম বিতরণ

মাদারীপুর,৩১ জানুয়ারি, এবিনিউজ : মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের কুচিয়ামাড়া গ্রামের বাবুল হাওলাদারের বড় ছেলে এ.কে.এস. ডি. আদেল উদ্দিন হাওলাদার স্কুল এন্ড কলেজের অস্টম শ্রেণীর ছাত্র শারীরিক প্রতিবন্ধী জাকারিয়া হাওলাদারকে আজ মঙ্গলবার দুপুরে তার প্রয়োজনীয় বই, খাতা ও কলম দিয়েছেন আইটি সলিউশন বাংলাদেশ এর সিইও ইঞ্জিনিয়র সজীব ইসলাম।সাংবাদিক আয়শা সিদ্দিকা আকাশীর ফেসবুকে স্ট্যাটাস দেখে শারীরিক প্রতিবন্ধী স্কুল ছাত্র জাকারিয়া হাওলাদারের পাশে দাড়ালেন মাদারীপুরের ছেলে আইটি সলিউশন বাংলাদেশ এর সিইও ইঞ্জিনিয়র সজীব ইসলাম।মাদারীপুরের নারী উন্নয়ন সংস্থা নকশি কাথা ও ফ্রেন্ডস অভ নেচারের আয়োজনে বই, খাতা ও কলম বিতরণ সভায় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষণ মো. মোজাম্মেল হোসেন, ফ্রেন্ডস অভ নেচারের প্রতিষ্ঠাতা পরিচালক রাজন মাহমুদ, সমাজসেবক কাজী আবুল বাসার, আইটি সলিউশন এর সিইও ইঞ্জিনিয়র সজীব ইসলাম, নকশি কাথার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক সাংবাদিক আয়শা সিদ্দিকা আকাশী, ব্যবসায়ি জাকির হোসেন, মিজানুর রহমান প্রমুখ।

খোজ নিয়ে জানা যায়, শিরখাড়া ইউনিয়নের কুচিয়ামাড়া গ্রামের বাবুল হাওলাদারের বড় ছেলে এ.কে.এস. ডি. স্কুল এন্ড কলেজের অস্টম শ্রেণীর ছাত্র জাকারিয়া শারীরিক প্রতিবন্ধী। হাটতে পারেনা। তাছাড়া বই খাতা, কলম কিনতে পরিবারকে হিমশিম খেতে হয়। কিন্তু পড়াশুনার প্রতি তার প্রবল ইচ্ছে ও আগ্রহ। তাই নিজের পায়ে দাড়াতে না পারলেও পড়াশুনা করে ভালো কোন কাজ করে নিজে স্বাবলম্বী হতে চায়। তার ৪ ভাই বোনের মধ্যে ৩ জনই শারীরিক প্রতিবন্ধী। বাবার সামন্য আয়ে খাবার যোগার করাই কষ্টকর হয়ে পড়ে। তাই গরীব বাবা-মা তার পড়াশুনার খরচ জোগার করতে পারেনা। এবার সপ্তম শ্রেণীতে ভালোভাবে পাস করে অস্টম শ্রেণীতে উঠায় প্রয়োজনীয় কিছু বই খাতা ও কলম কিনতে পারছিলনা তার পরিবার। তবুও তার পড়াশুনার প্রতি আগ্রহ। তাই ওর প্রয়োজনীয় কিছু বই, খাতা ও কলম কিনে দিয়েছি। ভবিস্যতে ওকে আরো সহযোগিতা করা হবে বলে যানান সজীব ইসলাম ।

এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/অসীম রায়

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত