শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • নড়াইলে হত্যাকান্ডের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত

নড়াইলে হত্যাকান্ডের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত

নড়াইলে হত্যাকান্ডের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত

নড়াইল, ০৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : নড়াইলে ভদ্রবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষ রায়ের হত্যাকান্ডের প্রতিবাদে এলাকায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নিহতের নিজ গ্রাম ভদ্রবিলা ইউনিয়নের মিরাপাড়া গ্রামে মিরাপাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে সদর উপজেলা আওয়ামী লীগএ সমাবেশের আয়োজন করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস বোস, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস,জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড সিদ্দিক আহম্মেদ,আওয়ামীলীগ নেতা শরীফ হুমায়ুন কবীর,যুগ্ম-সাধারণ সম্পাক বাবুল কুমার সাহাসহ আওয়ামী লীগ ও এর অন্যান্য অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যোগদেন। অনুষ্ঠানে বক্তারা, প্রভাষ রায় হত্যা মামলা দ্রুতবিচার ট্রাইবুনালে নিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। প্রভাষ রায়কে গত ১ফেব্রুয়ারি রাতে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় ভদ্রবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুর রহমানসহ ৯জনের নাম উল্লেখ করে নিহতের স্ত্রী টুটুল রানি শুক্রবার মামলা দায়ের করেন। অভিযুক্ত চেয়ারম্যান ও তার ছেলেসহ ৫জন আটক রয়েছে।

এবিএন/সৈয়দ খায়রুল আলম/জসিম/অসীম রায়

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত