রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo

বান্দরবানে আবারও আওয়ামী লীগ নেতা অপহরণ : আটক ২

বান্দরবানে আবারও আওয়ামী লীগ নেতা অপহরণ : আটক ২

বান্দরবান, ০৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : বান্দরবানে আবারও জনসংহতি সমিতির সন্ত্রাসীদের হাতে অপহরণ হলেন একজন স্থানীয় আওয়ামী লীগ নেতা ও গ্রাম প্রধান (কারবারী)। বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বাগমারা ভেতর পাড়া থেকে গ্রামপ্রধান ও আওয়ামী লীগ নেতা মংশৈথুই মারমাকে (৪৫)অপহরণ করা হয় গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টায় নিজ বাড়ি থেকে।

এ ঘটনার ৭মাস ২০দিন আগে গত ১৩জুন সদর উপজেলার জামছড়িমুখ পাড়া থেকে সন্ত্রাসীরা অপহরণ করেছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মংপু মারমাকে। তাঁর কোন সন্ধান এখনও পাওয়া যায়নি। শুক্রবার রাতে অপহৃত গ্রামপ্রধানের (কারবারী) কোন সন্ধান শনিবার বিকেল পর্যন্ত মেলেনি। তবে তান সন্ধানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা বিশেষ অভিযানে নেমেছেন বলে জানিয়েছেন রোয়াংছড়ি ও সদর থানার পুলিশ কর্মকর্তারা। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসবাদের জন্যে পুলিশ নোয়াপতং ইউপি সদস্য ক্যনু মারমা এবং সাবেক ইউপি সদস্য ও দৈনিক মুক্ত বাণী‘র রোয়াংছড়ি প্রতিনিধি থোয়াইংচিংউ মারমাকে আটক করেছেন।

জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেছেন, শুক্রবার রাতে বাগমারা ভেতর পাড়া থেকে গ্রামপ্রধান ও আওয়ামী লীগের নেতা মংশৈথুই মারমাকে অপহরণ করেছে জনসংহতি সমিতির শস্ত্র সদস্যরা। পুলিশও একই কথা জানিয়েছেন। কি কারণে আবারও অপহরণ ঘটনা ঘটানো হল তা কোন মহলই বলতে পারছেন না। তবে স্থানীয় সুত্রগুলো বলছে, আওয়ামী লীগ ও পার্বত্য জনসংহতি সমিতির নেতাকর্মীদের মধ্যে দ্বদ্বের জের ধরেই এ অপহরণ সংঘটিত হতে পারে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিক উল্লাহ জানান, অপহৃত গ্রামপ্রধানকে উদ্ধারে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চলছে। ২জনকে আটক করা হয়েছে। রোয়াংছড়ি থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক।

এবিএন/মোহাম্মদ আব্দুর রহিম/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত