শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

বরগুনায় ১২০ কেজি হরিণের মাংস জব্দ

বরগুনায় ১২০ কেজি হরিণের মাংস জব্দ

বরগুনা, ০৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : বরগুনার বিষখালী নদী থেকে ১২০ কেজি হরিণের মাংস জব্দ করেছে কোস্টগার্ড। শনিবার গভীর রাতে পাথরঘাটা উপজেলার বিষখালী নদীর নিশানবাড়িয়া এলাকায় নাম বিহীন একটি ট্রলার থেকে এসব মাংস জব্দ করা হয়। এ সময় হরিণের ৩টি চামড়া ও ৪টি মাথাও জব্দ করে কোস্টগার্ড।

কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের কমান্ডার লে. হাসানুর রহমান জানান, শনিবার গভীর রাতে বিষখালী নদীতে নাম বিহীন একটি ট্রলার সন্দেহ হলে কোস্টগার্ড সদস্যরা ট্রলারটির কাছে যায়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দ্রুত নদীর তীরে গিয়ে ট্রলার ফেলে ট্রলারে থাকা লোকজন পালিয়ে যায়। পরে ট্রলারটিতে তল্লাশি করে ১২০ কেজি হরিণের মাংস, ৪টি হরিণের মাথা ও ৩টি চামড়া জব্দ করে কোস্টগার্ড। পরে জব্দ করা হরিণের মাংস, চামড়া ও মাথাসহ ট্রলারটি কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনে নিয়ে আসা হয়।

এবিএন/এসএ/জসিম/সাদিক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত