
নড়াইল, ০৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : নড়াইলের লোহাগড়া উপজেলার এবিএনকে আদর্শ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ফেরদৌস খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী বনি আমিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক রায়, শিক্ষক জাকির হোসেন খান, নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদ হোসেন শেখ, আমাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কায়সার উদ্দীন হারুন, আলী আহম্মেদ খান, আবুল কাশেম খান, শাহিদুর রহমান মল্লিক, মুক্তিযোদ্ধা সলেমান মন্ডল, গোলাম রসুল, খান মনিরুজ্জামান মেনজু, খান কামরুজ্জামান, হান্নান শেখ, জহুর শেখ, ওহিদার রহমান খান, লুৎফর রহমান মন্ডল, ইকবাল কাজী, সুলতান আহম্মেদ রিন্টু, এজবার খান, নজরুল মোল্যা, আফতাব শেখ, মিরান খান, রিয়াজ উদ্দীন রাজু প্রমুখ।
পরিচালনা পর্ষদের সভাপতি ফেরদৌস খান বলেন, এই বিদ্যালয়ের দু’জন শিক্ষক ১৯ বছর যাবত বিনা বেতনে পাঠদান করে যাচ্ছেন। এক্ষেত্রে তহবিল গঠন করে ওই দুই শিক্ষককে কিছুটা আর্থিক সুবিধা প্রদান করতে চাই। এজন্য স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষানুরাগীসহ সকলের সহযোগিতা চাই। এ সময় তিনি ১০ হাজার টাকা প্রদান করে শিক্ষক কল্যাণ তহবিল গঠন করেন। লক্ষ্মীপাশা ইউপি চেয়ারম্যান কাজী বনি আমিনও আর্থিক সহযোগিতার ঘোষণা দেন।
এবিএন/সৈয়দ খায়রুল আলম/জসিম/মমিন