শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করায় অভিযোগে ছাত্রমৈত্রীর নেতা গ্রেফতার

প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করায় অভিযোগে ছাত্রমৈত্রীর নেতা গ্রেফতার

প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করায় অভিযোগে ছাত্রমৈত্রীর নেতা গ্রেফতার

নড়াইল, ০৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : ছাত্রমৈত্রী নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার সভাপতি আরমান সিকদারের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য বিকৃত করার অভিযোগে এ মামলা হয়েছে। আজ রবিবার সকালে আরমানকে আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার বিকেলে নড়াইল শহরের রুপগঞ্জ এলাকা থেকে আরমানকে আটক করে পুলিশ। ওই রাতে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি টমাস বিশ্বাস বাদী হয়ে সদর থানায় তথ্য ও প্রযুক্তি আইনে আরমানের বিরুদ্ধে মামলা করেন।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মুকুল জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি এক সভায় ছাত্রলীগকে উদ্দেশ্য করে বিভিন্ন উপদেশমূলক বক্তব্য দেন। প্রধানমন্ত্রীর এ বক্তব্য ছাত্রমৈত্রী নেতা আরমান তার ফেসবুক অ্যাকাউন্টে বিকৃত করে ‘চোরদের আবার উপদেশ’ লিখে একটি পোস্ট দিয়েছে। আরমানের এ ধরণের বিকৃত পোস্ট প্রধানমন্ত্রী এবং ছাত্রলীগকে হেয় করেছে বলে অভিযোগ করেন ছাত্রলীগ নেতা মুকুল।

এদিকে অভিযুক্ত আরমান সিকদার ও তার পরিবারের সদস্যরা জানান, প্রধানমন্ত্রী ও ছাত্রলীগ সম্পর্কে কোনো পোস্ট করেননি তিনি। আরমানের অ্যাকাউন্ট হ্যাক করে কে বা কারা এ ধরনের পোস্ট করেছে বলে দাবি করেন তারা। সদর থানার ওসি দেলোয়ার হোসেন খান জানান, তথ্য ও প্রযুক্তি মামলায় আরমানকে আদালতে পাঠানো হয়েছে।

এবিএন/সৈয়দ খায়রুল আলম/জসিম/মমিন

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত