![সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে মাদারীপুর বিএমএসএফ’র মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/02/06/bmsf 4 imul dade issue_60780.jpg)
মাদারীপুর, ০৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের সমকাল পত্রিকার প্রতিনিধি সাংবাদিক আব্দুর হাকিম শিমুলকে নির্ম্মম ভাবে গুলি করে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে। মাদারীপুর প্রেসক্লাবের সামনে রবিবার বেলা ১২টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) মাদারীপুর জেলা শাখা প্রতিবাদ
সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন শাহজাদপুরের নির্ভিক সাহসী সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা ঘটনার সাথে জড়িত দের দূরত্ব গ্রেফতার ও ফাঁসির দাবী জানিয়েছে সংগঠনটির জেলার নেতৃবৃন্দ। বক্তারা সাংবাদিক নির্যাতন বন্ধে সরকার ও গনমাধ্যম গুলোর কাছে বিএমএসএফ এর পক্ষ থেকে ১৪ দফা দাবি তুলে ধরে আরো বলেন সরকার যেন সাংবাদিক সুরক্ষায় ও সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়ন করার জোর দাবি জানানো হয়।
এসময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) মাদারীপুর জেলা শাখার সাধারন সম্পাদক সাব্বির হোসাইন আজিজ এর সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উস্থিত ছিলেন মাদারীপুর প্রেসক্লাবের আহবায়ক শাজাহান খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) শাখার ভারপ্রাপ্ত সভাপতি খালেদুর রহমান বেলাল খান, সহ-সভাপতি মেহেদী হাসান সোহাগ, সহ-সভাপতি রফিকুল ইসরাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লা আল মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুদুর রহমান, দপ্তর সম্পাদক আরিফুর রহমান, হিউম্যান রিসোস এন্ড হেলথ ফাউন্ডেশনের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম টুটুল, সিনিয়র সাংবাদিক ফারুক খান চুন্নু, টি এম সিদ্দিক, দৈনিক প্রান্তর প্রতিনিধি এইচ এম মাসুম প্রমুখ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক, মানবঅধিকার কর্মী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/ইমরান