
নড়াইল, ০৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : চিত্রার কোলে হিরণময়ী নড়াইল গড়তে চিত্রনদীর সাথে টয়লেট সংযোগ বন্ধে ও চিত্রানদী দখলমুক্ত করতে দুই মাসব্যাপি অভিযানের উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ।রবিবার (০৫ ফেব্রুয়ারি) বেলা ১২টায় “সিটিজেনসেস ভয়েস নড়াইল”(ঈওঞওতঊঘঝ’ ঠওঙঈঊ, ঘঅজঅওখ) এর ব্যানারে নড়াইল বাঁধাঘাট এলাকা হতে টলারযোগে এ অভিযানের যাত্রা শুরু হয়। পরে নড়াইল পৌর এলাকার চরের ঘাট এলাকায় যেয়ে শেষ হয়। চরের ঘাট এলাকার সাধারণ জনগণ, নারী-পুরুষ, সাংবাদিক, বিভিন্ন সরকারী কর্মকর্তার উপস্থিতিতে জেলা প্রশাসক মো: হেলাল মাহমুদ শরীফ দুই মাসব্যাপি এ কর্মসূচির অনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো: সিদ্দিকুর রহমান, অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহাবুবুর রশীদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: কামরুল আরিফ, জেলা মৎস্য কর্মকর্তা হরিপদ মন্ডল, নড়াইল সদর উপজেলা ভূমি কমিশনার শিমুল কুমার সাহা, সাংবাদিক, উন্নয়ন কর্মী, ছাত্র/ছাত্রীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, চিত্রা ব্র্যান্ড নামে নড়াইল পরিচিত লাভ করবে। এ নামেই সারা পৃথিবীর মানুষ নড়াইলকে চিনবে। সুতরাং চিত্রানদীর দুষনমুক্ত করতে প্রথমত টয়লেট সংযোগ বন্ধ করতে হবে। এরপর নদীর সকল অপদখল মুক্ত করতে চাই। দুইমাসব্যাপি এ অভিযানে নদীর দুই পাড়সহ নড়াইলবাসিকে জানাতে চাই যে, দ্রুত সময়ের মধ্যে নদীর সাথে টয়লেট সংযোগ অপসারন করুন, অবৈধ স্থাপনা সরিয়ে নিন। অভিযানের আহবানে কেউ সাড়া না দেন বা এগিয়ে না আসেন এরপর থেকে কঠোরভাবে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবিএন/সৈয়দ খায়রুল আলম/জসিম/ইমরান