বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ধারাবাহিক নাটক ‘রেডিও জকি ও কতিপয় গল্প’

ধারাবাহিক নাটক ‘রেডিও জকি ও কতিপয় গল্প’

ঢাকা, ০৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : এটিএন বাংলায় আগামীকাল মঙ্গলবার থেকে স¤প্রচার শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ‘রেডিও জকি ও কতিপয় গল্প’। মুরাদ পারভেজের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন ঝুনা চৌধুরী, শম্পা রেজা, চিত্রলেখা গুহ, সোহানা সাবা, আহসান হাবিব নাসিম, ইরফান সাজ্জাদ, ইউসুফ রাসেল, সুমনা সোমা, খালেকুজ্জামান, রোকসানা হিরা, সুসমী আহসান প্রমুখ। ধারাবাহিকটি প্রতি মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৪০মিনিটে প্রচার হবে এটিএন বাংলায়।

খেয়া রেডিও জকি। চাকরীটা করে সে একেবারে নিজের ভালো লাগার জন্য। কাক ডাকা ভোরে শ্রোতারা এসএমএসে বা ফোন করে পছন্দের গান শুনতে চায় তখন তার ভীভণ ভালো লাগে। প্রতিদিন ভোরে বাসা থেকে বের হয়ে ১০টা পর্যন্ত বকর বকর, তারপর ক্লাস। এভাবেই পার করেছে তিনচি বছর। খেয়া চৌধুরীর এখন অনেক ফ্যান। পড়াশোনার পাট চুকিয়ে এখন সে বেকার। প্রতিদিনের মতো ভোরে বাসা থেকে বেরিয়ে রেডিও স্টেশনে যাওয়া তারপর বাসায় ফিরে মাকে টুকটাক রান্নায় হেল্প করা, পুরনো বন্ধুদের সঙ্গে আড্ডা, তারপর আর সময় কাটেনা। বড় একা লাগে।

একদিন নিউজ ব্রেকে ক্যান্টিনে চা খেতে খেতে খেয়ার চোখ আটকে যায় একটা চাকরীর বিজ্ঞাপনে। চোখ ছাড়াবড়া হয়ে যায় বিজ্ঞাপনের শর্ত দেখে। বিবাহিত মেয়েদের চাকরীতে অগ্রাধিকার, শর্ত প্রযোজ্য। হাঁসিতে ফেটে পড়ে খেয়া। মা’ও হেসে ওঠে হো হো করে। মাকে চমকে দিয়ে ইন্টারভিউ দিতে রাজি হয় খেয়া। ম তাকে বোঝানোর চেষ্টা করে, এটা অন্যায়। বিবাহিত না হয়েও বিবাহিত এর অভিনয় করে চাকরী নেয়াটা ঠিক নয়। কিন্তু খেয়া ইন্টারভিউ দিবেই দিবে। এরপর কাহিনী মোড় নেয় অন্যদিকে। ঘটতে থাকে বিভিন্ন রকম মজার ঘটনা।

এটিএন বাংলার মঙ্গলবারের অনুষ্ঠানসূচী

০৯টা ১৫ মিঃ ছায়াছবির গান নিয়ে অন্ষ্ঠুান ‘ফেয়ার এন্ড লাভলী সিনে সং’ পরিচালনাঃ নন্দিনী ইসলাম।

১০টা এটিএন বাংলা সংবাদ।

১০টা ৩৫মিঃ ফেয়ার এন্ড লাভলী সিনেমা হলে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘ও সাথীরে’ পরিচালনাঃ সাফি ইকবাল।

১১টা ০০মিঃ এটিএন বাংলা সংবাদ

০৩টা ১০মিঃ ধারাবাহিক নাটক ‘মাইক’ (পর্ব-২৫) পরিচালনাঃ মুহম্মদ মোস্তফা কামাল রাজ।

০৩টা ৪৫মিঃ ছোটদের অনুষ্ঠান ‘আহা কি আনন্দ’, পরিচালনা- নাহিদ রহমান।

০৪টা এটিএন বাংলা সংবাদ

০৪টা ২৫মিঃ তথ্য ও প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠান ‘আইটি জোন’ পরিচালনাঃ নাজমুস সাদাত নাজিম।

০৫টা গ্রামগঞ্জের খবর।

০৫টা ২৫মিঃ ছোটদের অনুষ্ঠান ‘ছোটদের পৃথিবী’ (পর্ব-৫০৫) পরিচালনা- লিটন অধিকারী রিন্টু।

০৬টা ১৫মিঃ ইন্টেরিয়র ডিজাইন নিয়ে অনুষ্ঠান ‘রকসি রঙের মেলা চার দেয়ালের কাব্য’, পরিচালনা- সেলিম দৌলা খান।

০৭টা এটিএন বাংলা সংবাদ

০৮টা ধারাবাহিক নাটত ‘রূপালী প্রান্তর’ (পর্ব-৫২) রচনাঃ রিজওয়ান খান, পরিচালনাঃ কায়সার আহমেদ।

অভিনয়েঃ শহীদুজ্জামান সেলিম, মোশাররফ করিম, শখ, নিলয়, অহনা, আলভি, আখম হাসান, নোভা, ছন্দা, অরিন, চিত্রলেখা গুহ, বাবুল আহমেদ, তমালিকা, ওবিদ রেহান, সোহান খান, ইভানা, রিক্তা, সুস্মিতা, আব্দুর রাতিন, সুবর্না মজুমদার, শিরিন বকুল প্রমুখ।।

০৮টা৪০মিঃ ধারাবাহিক নাটক ‘রেডিও জকি ও কতিপয় গল্প’ (পর্ব-০১), রচনা ও পরিচালনা- মুরাদ পারভেজ।

অভিনয়েঃ ঝুনা চৌধুরী, শম্পা রেজা, চিত্রলেখা গুহ, সোহানা সাবা, আহসান হাবিব নাসিম, ইরফান সাজ্জাদ, ইউসুফ রাসেল, সুমনা সোমা, খালেকুজ্জামান, রোকসানা হিরা, সুসমী আহসান প্রমুখ।

০৯টা ২০মিঃ বিনোদনমূলক অনুষ্ঠান ‘মিস্টার টুইস্টস প্রেজেন্টেস ‘নাভিদ মাহবুব শো’ (পর্ব-০৪)

উপস্থাপনা ও পরিচালনা- নাভিদ মাহবুব।

১০টা এটিএন বাংলা সংবাদ

১০টা ৫৫মিঃ ধারাবাহিক নাটক ‘আয়না ঘর’ (পর্ব-৭৫) রচনাঃ মাসুম রেজা, পরিচালনা- এস এ হক অলীক।

অভিনয়েঃ আবুল হায়াত, আল মনসুর, শহীদুজ্জামান সেলিম, সাবেরি আলম, নাদিয়া, সোনিয়া, অহনা, আমব্রিন, অপুর্ব, প্রমুখ।

১১টা ৩০মিঃ ধারাবাহিক নাটক ‘নীড় খোঁজে গাঙচিল’ (পর্ব ৫৪২), রচনা ও পরিচালনাঃ মোহন খান।

অভিনয়েঃ শাহেদ শরীফ খান, মীর সাব্বির, শোয়েব, হাসান মাসুদ, আরফান, চাঁদনী, নওশিন, সাবাবা মোহন, মিতা নূর, সোমা, ফারজানা ছবি, মাহমুদজ্জামান সেলিম প্রমুখ।

১২টা সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান ‘পাওয়ার টক শো’ সরাসরি স¤প্রচার। উপস্থাপনা ও পরিচালনা- জ. ই. মামুন।

০১টা এটিএন বাংলা সংবাদ

০১টা ২০মিঃ প্রাণ চানাচুর নিবেদিত ছায়াচবির গান নিয়ে অনুষ্ঠান ‘সিনে মিউজিক’ (পর্ব ৫৯৫)

[প্রতি ঘন্টার সংবাদ : সকাল ৭টা, ৮টা, ১১টা, দুপুর ১২টা, ১টা, বিকেল ৩টা ও ৪টা। ইংরেজী সংবাদ সকাল ৯টা ও সন্ধ্যা ৬টা]

এবিএন/এআর/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত