
মাদারীপুর, ০৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : সিরাজগঞ্জ জেলার শাহজাদ পুরের দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক আব্দুর হাকিম শিমুলকে নির্ম্মম ভাবে গুলি করে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে। মাদারীপুরের কালকিনি প্রেসক্লাবের সামনে আজ সোমবার বেলা ১২টায় কালকিনি প্রেসক্লাবের সকল সংবাদিক এবং দৈনিক যায়যায়দিন পত্রিকার পাঠক সংগঠন জেজেডি ফ্রেন্ডস ফোরামের অংশ গ্রহনে ও সুধিসমাজ স্থানীয় জনগন প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন শাহজাদপুরের নির্ভিক সাহসী সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার ঘটনা সাথে জড়িত দের দূরত্ব গ্রেফতার ও ফাঁসির দাবী জানিয়েছে। বক্তারা সাংবাদিক নির্যাতন বন্ধে সরকার ও গনমাধ্যম গুলোর কাছে সাংবাদিক সুরক্ষায় ও সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়ন করার জোর দাবি জানানো হয়।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জফরুল হাসানের সঞ্চালনায় এবং প্রেসক্লাবের সভাপতি যুগান্তর পত্রিকার প্রতিনিধি এইচ এম মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সরদার মোঃ লোকমান হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি শহিদুল ইসলাম, সময় টিভির মাদারীপুর প্রতিনিধি সঞ্চয় কুমার অভিজিৎ, অর্থনীতির সময়ের প্রতিনিধি আরাফাত শরিফ ও ফ্রেন্ডসফোরামের সদস্য মোঃ শহিদুল ইসলাম সোহাগ প্রমুখ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/রাজ্জাক