![শেরপুরে মাইক্রোবাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/02/06/road_accident@abnews_60920.jpg)
শেরপুর, ০৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : শেরপুরের শ্রীবরদীতে মাইক্রোবাসের ধাক্কায় আতিয়া নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে পৌর শহরের উত্তর শ্রীবরদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আতিয়া ওই গ্রামের আবু তালেব মিয়ার মেয়ে এবং স্থানীয় জুয়েল একাডেমীর নার্সারি শ্রেণির ছাত্রী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসটি শিশুটিকে ধাক্কা দেয়। এতে সে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। পরে স্থানীয় জনতা সড়ক অবরোধ করলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শ্রীবরদী থানা পুলিশের এসআই আক্তার হোসেন জানান, ঘাতক প্রাইভেটকারটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।
এবিএন/মমিন/জসিম