![পাবনায় এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/02/06/khun@abnews_60955.jpg)
পাবনা, ০৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : পাবনার ভাড়ারা পদ্মা নদীতে বালি তোলাকে কেন্দ্র করে এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এই ঘটনা ঘটে। নিহত শাহ আলম সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার চর উথুলিয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে ও পদ্মা নদীর বালি উত্তোলন করা ড্রেজার মেশিনের চালক।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রজ্জাক বলেন, কে বা কারা শাহ আলমকে পিটিয়ে হত্যা করেছে। আমাদের টীম ঘটনাস্থলে গেছেন, আপাতত বিস্তারিত কিছুই বলতে পারছি না।
ঘটনাস্থলে যাওয়া পাবনা সদর থানার এসআই মনিরুল জানান, আমি এখনো ঘটনাস্থলে পৌঁছাই নাই। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত বলতে পারবেন বলেও তিনি জানান। নিহতের লাশ উদ্ধারে তৎপরতা চলছে। মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।
স্থানীয়রা নাম প্রকাশ না করার শর্তে জানান, পাবনা সদরের ভাড়ারা ইউনিয়নের পদ্মা নদীতে দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালীরা বালি উত্তোলন করে আসছিল। এরই জের ধরে বালি উত্তোলনকারীরা নৌকার লগি বেঠা দিয়ে পিটিয়ে শাহ আলমকে হত্যার পর তার লাশ নদীতে ফেলে দেয়। এখন বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।
এবিএন/মমিন/জসিম