শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

মাদারীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

মাদারীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

মাদারীপুর, ০৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : মাদারীপুরে আজ দুপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২জন। আজ দুপুরে মাদারীপুর সদর উপজেলার আছমত আলি খান সেতুর পশ্চিম পাড়ে একটি ট্রাক একটি ভ্যানকে ধাক্কা দেয়। এসময় ভ্যানে থাকা যাত্রী রফিকুল ইসলাম (২২) ছিটকে পড়ে গেলে দ্রুত ট্রাকটি রফিকুলের বুকের উপর দিয়ে চলে যায়। এতে ঘটনা স্থলেই মারা যায় রফিকুল।

এছাড়াও ভ্যান চালক রত্তন মিয়া গুরুতর আহত হয়েছে। নিহত রফিকুল ইসলাম মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা গ্রামের বাচ্চু মাতুব্বরের ছেলে। ঘাতক ট্রাকটি মাদারীপুর সদর থানা আটক রয়েছে।

অপর দিকে আজ বেলা ৩টার দিকে মাদারীপুরের কালকিনি প্রেসক্লাবের সামনে রাস্তা পাড় হওয়ার সময় ইট বোঝাই একটি ট্রাকট্রর (লরি) তৌফিক (১২) নামে এক শিশুকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। এঘটনায় ঘাতক চালককে আটক করে স্থানীয়রা পুলিশে দিয়েছে। ঘটনাটির সত্যতা স্বীকার করেছেন মাদারীপুরের এএসপি আনোয়ার হোসেন ভূঁইয়া।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত