![কালিয়াকৈরে দুটি ঝুটের গুডাউনে অগ্নিকান্ড](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/02/10/agun_61586.jpg)
গাজীপুর, ১০ ফেব্রুয়ারি, এবিনিউজ : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ জোড়াপাম্প এলাকায় দুটি ঝুটের গুডাউনে অগ্নিকান্ডের ঘটনায় ঘটেছে। ঘটনায় কালিয়াকৈর ফায়ার সার্ভিস এর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অপূর্ব বল জানান, শুক্রবার সকাল ১০টার দিকে চন্দ্রা পল্লীবিদ্যুৎ জোড়াপাম্প এলাকায় জাকির হোসেনের একটি ঝুটগুডাউনে প্রথমে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে মূহুর্তের মধ্যে আগুন পাশের রফিকের গুডাউনে ছড়িয়ে পড়ে।
প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ারসার্ভিস এর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর কাজে যোগ দিয়ে প্রায় ২ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে ওই দুটি গুডাউনে থাকা সমস্ত মালামাল পুড়ে যায়। এতে প্রায় ৪০/৫০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে গুডাউন মালিকরা দাবী জানান। এদিকে, তাৎক্ষনিক ভাবে আগুন লাগার কারন সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছেনা বলেও জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
এবিএন/আলমগীর হোসেন/জসিম/রাজ্জাক