সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo

সিলেটে দুই গ্রামবাসীর মধ্যে গোলাগুলি: আহত ১০

সিলেটে দুই গ্রামবাসীর মধ্যে গোলাগুলি: আহত ১০

সিলেট, ১০ ফেব্রুয়ারি, এবিনিউজ : সিলেটের দক্ষিণ সুরমার লাউয়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ চলছে। সংঘর্ষে গোলাগুলি ঘটনায় পুলিশসহ আহত হয়েছেন ১০ জন। আহত পুলিশ সদস্যরা হলেন- কনস্টেবল আব্দুল হান্নান ও মধু মিয়া। তাৎক্ষণিকভাবে বাকিদের পরিচয় পাওয়া যায়নি। আজ শুক্রবার শুক্রবার বেলা ২টায় লাউয়াই ও খোজারখোলা গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয় বলে দক্ষিণ সুরমা থানার ওসি হারুন উর রশিদ জানান।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, গ্রামের নাম ফলকের নির্ধারণী নিয়ে লাউয়াই ও খোজারখোলা গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিলো। শুক্রবার সকাল থেকেই এ নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনা দেখা দিলে এক পর্যায়ে জুম্মার নামাজের পরপর তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় গ্রামবাসী দেশীয় অস্ত্র ও পিস্তল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় গোলাগুলি অন্তত ১০ জন আহত হন।

দক্ষিণ সুরমা থানার ওসি হারুন উর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত