![বরগুনায় গাজাসহ যুবক আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/02/10/atok1_61635.jpg)
বরগুনা, ১০ ফেব্রুয়ারি, এবিনিউজ : বরগুনা ডিকেপি রোড থেকে হযরত (৩৪) নামে এক যুবককে ১'শ গ্রাম গাজাসহ আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। আজ শুক্রবার সকাল ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থেকে একশো গ্রাম গাজা উদ্ধার করা হয়েছে। আটককৃত হযরত বরগুনা ডিকেপি রোডের বাসিন্দা মৃত আয়নাল মুসুল্লির ছেলে। জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি)'র এস আই আবু জাফর জানান, আটক হযরতের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করে তাকে বরগুনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এবিএন/তরিকুল ইসলাম/জসিম/রাজ্জাক