![শরীয়তপুরে বাবাকে কুপিয়ে হত্যা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/02/10/jakhom@abnews_61654.jpg)
শরীয়তপুর, ১০ ফেব্রুয়ারি, এবিনিউজ: শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ছোট কালিনগর গ্রামে নিজ বাবাকে কুপিয়ে হত্যা করেছেন এক ব্যক্তি। শুক্রবার সকালে ওয়ারেজ খান (৬০) নামে ওই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ছেলে দবিরকে আটক করেছে গোসাইরহাট থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে ওয়ারেজ খানের সঙ্গে ছেলে দবিরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দবির। চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসে ওয়ারেজ খানের মৃতদেহ বাড়ির আঙ্গিনায় পড়ে থাকতে দেখে।
এবিএন/মমিন/জসিম