শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • নড়াইলের কালিয়ায় মনসা মন্দিরের জায়গা দখলের চেষ্টা

নড়াইলের কালিয়ায় মনসা মন্দিরের জায়গা দখলের চেষ্টা

নড়াইলের কালিয়ায় মনসা মন্দিরের জায়গা দখলের চেষ্টা

নড়াইল, ১১ ফেব্রুয়ারি, এবিনিউজ : নড়াইলের কালিয়া উপজেলার ছোট কালিয়ায় ৫০০শ’ বছরের পুরনো ‘মনসা’ মন্দিরের ৯৬ শতাংশ জায়গার মধ্যে ১০ শতাংশ দখলে নিতে এক যুবক পাঁয়তারা করছেন বলে অভিযোগ উঠেছে। দখলদার ওই জায়গা দখলে নিতে ভূমি অফিস থেকে বন্ধোবস্ত নিয়ে সেখানে কলা গাছ রোপণ করেছেন। এ ব্যাপারে মন্দির কর্তৃপক্ষ কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দারস্থ হলে তিনি আগামী চৈত্র মাসে ওই জমির ডিসিআর বাতিল করার আশ্বাস দিয়েছেন।এনিয়ে স্থানীয় সংখ্যা লঘু হিন্দু সম্প্রদায়ের মধ্যে চরম অসন্তোষ ও উত্তেজনা বিরাজ করছে।‘মনসা’ মন্দিরের সেবায়েত ও কালিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর কৃষ্ণপদ আচার্য(০১৭৫২৫৭৪১৬৭) জানান, আনুমানিক ৫০০শ' বছর আগে তার পূর্বপুরুষেরা ‘মনসা’ মন্দিরটি প্রতিষ্ঠা করেন। ওই ‘মনসা’ মন্দির ছোট কালিয়া মৌজার ২০০৮নং খতিয়ানের ২২৩ নং দাগে মোট ৯৬ শতাংশ দেবোত্তর সম্পত্তির ওপর প্রতিষ্ঠিত হয়। তখন থেকে ওই ‘মনসা’ মন্দিরে সারা বছর এবং বিশেষ করে (বাংলা) বৈশাখ মাসের ৩০দিনই পুজা অর্চনা হয়ে আসছে। তবে ওই মনসাপুজাকে চিরতরে বন্ধ,‘মনসা’ মন্দির ও সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে চিরতরে উচ্ছেদ করার অংশ হিসেবে অতিসম্প্রতি কালিয়া ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্ক্ষৃপক্ষ রহস্যজনক কারণে কালিয়া পৌর শহরের ছোট কালিয়া গ্রামের বাসিন্দা মৃত ফজর শেখের ছেলে মাহিদুল শেখকে ১০ শতাংশ জায়গা অন্যায়ভাবে ডিসিআরের মাধ্যমে বন্ধোবস্ত দিয়েছেন। এ প্রসঙ্গে মাহিদুল শেখ বলেন,‘মন্দিরের জায়গা আমি দখল করিনি। সরকারি জমি যা বৈধভাবে বন্ধোবস্ত নিয়েছি। তবে মন্দির কর্তৃপক্ষ দখল নিতে বাধা প্রদান করছেন। যা সম্পুর্ণ বেআইনী।’এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল ইসলাম বলেন,‘এটা যেহেতু ভিপি সম্পত্তি বিধায় সরকারি রাজস্ব আয়ের স্বার্থে যে কেউ বন্ধোবস্ত নিতে পারে। তবে মন্দির কর্তৃপক্ষ ওই জায়গা বন্ধোবস্তের আবেদন করলে অগ্রাধিকার ভিত্তিতে তাদের দেয়া যেতে পারে।’

এবিএন/সৈয়দ খায়রুল আলম/জসিম/অসীম রায়

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত