![বিরল প্রজাতির পেঁচা উদ্ধার শেরপুরে](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/02/12/1486.abnews24_61972.jpg)
শেরপুর, ১২ ফেব্রুয়ারি, এবিনিউজ : শেরপুরের ঝিনাইগাতীতে বিরল প্রজাতির একটি পেঁচা উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে ঝিনাইগাতী থানার পুরোনো ভবনের সামনে থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এটিকে উদ্ধার করেন। পরে এটিকে জেলা বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়।
জেলা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মো. কামরুজ্জামান আজ রোববার বিকেলে বলেন, উদ্ধার করা পেঁচাটি বিরল প্রজাতির লক্ষ্মী পেঁচা। এটি আহত ছিল। বর্তমানে এটিকে সেবা-শুশ্রুষা ও পরিচর্যা করা হচ্ছে। সুস্থ হবার পর বিভাগীয় বন কর্মকর্তার অনুমতি নিয়ে পেঁচাটিকে উন্মুক্ত প্রকৃতিতে অবমুক্ত করা হবে।
এবিএন/শংকর রায়/জসিম