শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • বরগুনার আমতলীতে পরিবহন শ্রমিক সংঘর্ষ ওসিসহ আহত ১৬

বরগুনার আমতলীতে পরিবহন শ্রমিক সংঘর্ষ ওসিসহ আহত ১৬

বরগুনার আমতলীতে পরিবহন শ্রমিক সংঘর্ষ ওসিসহ আহত ১৬

বরগুনা, ১৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : বরগুনার আমতলীতে থ্রি হুইলার অটোরিক্সা (মাহেন্দ্র) পরিবহন শ্রমিক ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ সোমাবার সকালে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। সংঘর্ষ চলাকালে আমতলী উপজেলা শ্রমিক ইউনিয়নের অফিস, থানা পুলিশের গাড়ী ভাংচুর করা হয়েছে।

আহত হয়েছেন আমতলী থানার ওসি, এসআইসহ ১৬জন। আমতলী কলাপাড়া সড়কের মানিকঝুরি এলাকায় বাস শ্রমিকরা কয়েকটি অটোরিক্সা (মাহেন্দ্র) ভাংচুর করে। এ সংবাদ ছড়িয়ে পড়লে আমতলী পৌর শহরের নতুন বাজার চৌরাস্তায় অটোরিক্সা শ্রমিকরা একত্রিত হয়ে বাস শ্রমিকদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। শ্রমিকদের ছোঁড়া ইটের আঘাতে থানা পুলিশের পিকআপ ভ্যানের সামনের উইন্ডশিল্ড ভেঙ্গে গেছে।

আহত হয়েছেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. নুরুল ইসলাম বাদল, এসআই রফিকুল, এসআই শহিদ, পরিবহন শ্রমিক মিজানুর, রাসেল, ছালামসহ ১৬ জন। এরা আমতলী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষ চলাকালে শ্রমিক ইউনিয়নের চেয়ার ভাংচুর করা হয়েছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদ উল্লাহ জানিয়েছেন, মামলাসহ যাবতীয় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

এবি্এন/তরিকুল ইসলাম/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত