![তালতলীতে ভ্রাম্যমাণ আদালতে ২ প্রতিষ্ঠানের জরিমানা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/02/13/jorimana@abnews_62159.jpg)
বরগুনা, ১৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : বরগুনার তালতলী উপজেলার লাউপাড়া বাজারে সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ ভঙ্গের দায়ে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের বরগুনা জেলার সহকারি পরিচালক মোঃ আল-আমিন তালতলী উপজেলার লাউপাড়া বাজারে অভিযান চালিয়ে হোটেলের নোংরা পরিবেশের এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করার অপরাধে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করেন। ব্যবসা প্রতিষ্ঠানগুলো কাসেম মেডিকেল হল ২ হাজার টাকা, স্মৃতি মিষ্টান্ন ভান্ডার ১ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এবি্এন/তরিকুল ইসলাম/জসিম/রাজ্জাক