শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

শিশুদের ডায়রিয়া ও শ্বাসকষ্ট রোগের প্রকোপ,সিট নেই হাসপাতালে

শিশুদের ডায়রিয়া ও শ্বাসকষ্ট রোগের প্রকোপ,সিট নেই হাসপাতালে

খাগড়াছড়ি, ১৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রতিদিন প্রত্যন্ত এলাকা থেকে ডায়রিয়া ও শ্বাস কষ্ট নিয়ে বিপুল পরিমান শিশু হাসপাতালে হতে আসছে। সিট না পেয়ে অনেকে আশ্রয় নিচ্ছে বারান্দায় ও নিচু জায়গা ফ্লোরে।হন্যে হয়ে অনেকে ঘুরছে ভর্তির জন্য। চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে কর্তব্যরত চিকিৎসকরা। আজ সোমবার বেলা পৌনে ১২টার দিকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাপাতালে গিয়ে দেখা যায়, বিপুল সংখ্যক ডায়রিয়া ও শ্বাস কষ্ট জনিত শিশু প্রতিনিয়ত আসছে। হাসপাতালের শিশু ওয়ার্ডের বেডে পর্যাপ্ত জায়গা নেই। তাই চিকিৎসার জন্য বারান্দায় আশ্রয় নিচ্ছে। ফলে চিকিৎসা নিতে এসে আরও অসুস্থ্য হয়ে পড়ছে অনেক শিশুরা।

খাগড়াছড়ি জেলা সদরের কুকিছড়া থেকে ডায়রিয়ায় আক্রান্ত শিশুকে নিয়ে রোববার খাগড়াছড়ি হাসপাতালে ভর্তি হয়েছেন কিন্তু সিট না থাকায় তার জায়গা হয়েছে নিচে ফ্লোরে।

অপর দিকে গুইমারার মধ্যম পাড়া থেকে বুধবার সকালে অলিল বালা তার ডায়রিয়া আক্রান্ত শিশুকে নিয়ে সিট না পাওয়ায় বারান্দায় কোন রকম বসে আছে।

জেলা সদর আধুনিক হাসপাতাল সূত্রে জানা যায়, ২৪ঘন্টায় খাগড়াছড়ি হাসপাতালের আউট ডোর ও ইনডোরে প্রায় তিন শতাতিক রোগীর সংখ্যা এসেছে। হঠাৎ করে ডায়রিয়া ও শ্বাস কষ্ট রোগী বেড়ে যাওয়ায় ওয়ার্ডে জায়গা না পেয়ে অনেক অভিভাবক তাদের রোগাক্রান্ত শিশুদের নিয়ে বারান্দায় আশ্রয় নিয়েছে। আবার অনেকে ঘুরছেন চিকিৎসা ভর্তির জন্য। হাসপাতালে চিকিৎসক সংকটের কারণে রোগীর চাপে চিকিৎসকরা হিমশিম খাচ্ছে। একই অবস্থা ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ।

শিশু ওয়ার্ডের কর্তব্যরত সিনিয়র ষ্টাফ নার্স ইশাপতি ত্রিপুরা জানান, গতকাল বুধবার সকালে ডায়রিয়া আক্রান্ত ১৬জন শিশু ভর্তি হয়েছে। সিট না থাকায় অনেক অভিভাবককে ফ্লোরে ও বারান্দায় আশ্রয় দিতে হয়েছে। অপর দিকে হাসপাতালের অপর শিশু ওয়ার্ডে ১২জন শ্বাস কষ্ট জনিত শিশু ভর্তি হয়েছে।

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নয়নময় ত্রিপুরা জানান, প্রকৃতি পরিবর্তনে ঠান্ডার ও হঠাৎ গরম কারণে ডায়রিয়া ও শ্বাস কষ্ট জনিত প্রকোপ বেড়েছে। অনেকে চিকিৎসা নিয়ে সুষ্ঠু হয়ে বাড়ি ফিরছে। তিনি শিশুদের ঠান্ডা থেকে দুরে রাখার জন্য অভিভাবকদের পরামর্শ দেন।

খাগড়াছড়ি ১শয্যার আধুনিক জেলা সদর হাসপাতালে ডাক্তার ও নার্স সংকট তীব্র আকার ধারন করেছে। এর মধ্যে ৯টি উপজেলার প্রত্যন্ত থেকে রোগীর সংখ্যা যেমন বাড়ছে। তেমনি যোগাযোগ ভাল ব্যবস্থা থাকায় পাশর্বর্তী রাংগামাটি জেলার মারিশ্যা, লংগদু, বাঘাইছড়ি সাজেক বিশাল এলাকা অন্যান্য সাধারন রোগীরা নিত্যদিন চিকিৎসা সেবা নিতে আসে। ফলে জেলা হাপাতালের চিকিৎসা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে।

এবিএন/চাইথোয়াই মারমা/জসিম/স্বপ্না

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত