শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরো ৫ জন।

সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ওহেদপুর সীমান্তের বিপরীতে ভারতীয় এলাকায় হতাহতের এ ঘটনা ঘটে।

নিহত মাসুদ আলী (২২) নামে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামের মোশাররফ হোসেনের ছেলে।

গুলিবিদ্ধ কালামসহ অন্যরা পালিয়ে এসে গোপন স্থানে চিকিৎসা নিচ্ছে। আহত কালাম একই এলাকার আবদুল হালিমের ছেলে। এ ছাড়া অন্য আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। নিহত মাসুদের লাশ ভারতের চাঁদনীচক ফাঁড়ি বিএসএফের নিয়ন্ত্রণে রয়েছে বলে বিশরশিয়া গ্রামের লোকজন নিশ্চিত করেছে।

গত ৩ মাসে একই সীমান্তে বিএসএফের গুলিতে ৪ বাংলাদেশি নিহত ও ১০ জন আহত হয়েছেন।

এবিএন/এসএ/জসিম/সাদিক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত