![আমতলীতে সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলা : গ্রেপ্তার ১৭](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/02/14/graftarr_62280.jpg)
বরগুনা, ১৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : বরগুনার আমতলীতে মাহেন্দ্র ও বাস শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ।গতকাল সোমবার রাতে আমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ বাদী হয়ে আমতলী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ৫৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০০ থেকে ২৫০ জনকে আসামী করা হয়েছে। আর গ্রেপ্তার দেখানো হয়েছে ১৭ জনকে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদ উল্যাহ জানান, পুলিশের কাজে বাঁধা, পুলিশের গাড়ি ভাংচুর এবং অন্যায় ভাবে সড়ক অবরোধের অভিযোগে আমতলী থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় আটক ১৭ জনকে মঙ্গলবার আমতলী জুডিশিয়াল ম্যাটিস্ট্রেট আদালতে তোলা হবে। আর বাকি আসামিদের গ্রেপ্তাররের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এর আগে সোমবার সকালে বরগুনার আমতলীতে মাহেন্দ্র ও বাস শ্রমিকদের মধ্যে ঘন্টা ব্যাপী সংঘর্ষে সাত পুলিশ সদস্যসহ আহত হয় অন্তত ২০ জন।
এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানসহ একাধিক গাড়ি ভাংচুর করে উভয় পক্ষের শ্রমিকরা। সংঘর্ষ চলাকালে প্রায় দুই ঘন্টা বন্ধ থাকে বরিশাল কুয়াকাটা মহাসড়কের যান চলাচল।
এবিএন/তরিকুল ইসলাম/জসিম/রাজ্জাক