বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

বরগুনায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে

বরগুনায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে

বরগুনা, ১৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : মহাসড়কে মাহেন্দ্র, অটোরিকশা ও পুলিশের হাতে গ্রেফতারকৃত বাস শ্রমিকদের মুক্তির দাবিতে বরগুনায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে।

জেলা বাস মালিক ও শ্রমিক সমিতির ডাকা ধর্মঘটের কারণে আজ বৃহস্পতিবার সকাল থেকে জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তির শিকার হচ্ছে যাত্রীরা।

বরগুনা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাহাব উদ্দিন সাবু বলেন, আমতলীতে গত ১৩ ফেব্রুয়ারি মাহিন্দ্র ও থ্রি হুইলার মালিক-শ্রমিকদের সঙ্গে বাস মালিক শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় বাস মালিক-শ্রমিকসহ ১৭ জনকে আটক করেছে পুলিশ।

এ ছাড়া বেশ কয়েকজন বাস মালিক-শ্রমিকের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। আটক বাস মালিক-শ্রমিকদের মুক্তির দাবি জানিয়ে পুলিশের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।

তিনি আরো বলেন, বরিশাল-কুয়াকাট মহাসড়কে ভাড়ায় চালিত মোটরসাইকেল, থ্রি হুইলার বন্ধ করাসহ আটক বাস মালিক-শ্রমিকদের মুক্তি এবং পুলিশের মামলা প্রত্যাহার না করা পর্যন্ত এই মহাসড়কে বাস চলাচলা বন্ধ থাকবে।

এবিএন/এসএ/জসিম/সাদিক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত