![সেনবাগে দৈনিক আত্ম-অধিকার পত্রিকার সম্পাদক স্মরণে দোয়ামাহফিল অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/02/17/senbag@abnews_62792.jpg)
সেনবাগ(নোয়াখালী), ১৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : নোয়াখালীর সেনবাগ থেকে প্রকাশিত দৈনিক আত্ম-অধিকার পত্রিকার সম্পদক ও প্রকাশক গোলাম মোর্তুজার অকাল মৃত্যুতে সেনবাগ সাংবাদিক ইউনিটির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাংবাদিক ইউনিটির সভাপতি ফখরুউদ্দিনের সভাপতিত্বে ও দৈনিক সমকালের সেনবাগ প্রতিনিধি , সাধারন সম্পাদক ফিরোজ আলম রিগানের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয় । শোকসভায় গোলাম মোতুর্জার স্মৃতি চারণ করে কাঁদলেন এবং সকলকে অঝরে কাঁদলেন সেনবাগের সাংবাদিক ও উপস্থিতি নেতৃবৃন্দরা । এ শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিশিষ্ট রাজনেতিক নোয়াখালী জেলা জাতীয় পাটির সাবেক যুগ্ন-আহবায়ক ও সেনবাগ জাতীয় পাটির সভাপতি এম তালেবু জামান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহিন আক্তার কানন, সেনবাগ পৌরসভার সাবেক (ভারপ্রাপ্ত) মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি নুরুজ্জামান চৌধুরী, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ উল্যা বিএসি, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি বদিউল আলম, ভুলুয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ, আবু জাফর হারুন, আওয়ামীলীগ নেতা মোস্তাফিজুর রহমান, সোনাইমুড়ি প্রেসক্লাবের সভাপতি গোলাম রহমান দুর্জয়, ফেনী জেলা সাংবাদিক কল্যান সমিতির কোষাধক্ষ্য এম শরিফ ভূঞা, ফেনী জেলা সানরাইজ ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আবদুল্লা আল মারুফ, আমাদের নোয়াখালী পত্রিকার সম্পাদক ও প্রকাশক গিয়াস উদ্দিন রনি, বালিয়াকান্দি ডিগ্রী কলেজের প্রভাষক মমিন উল্যা, উপজেলা জাপা নেতা সৈয়দ মোজ্জামেল হক, মোস্তফা মিয়া, কৃষক সাহাব উল্যা, সেনবাগ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি, দিলীপ কুমার দাস, সেনবাগ প্রগতি সাংস্কৃতিক গোষ্টির সভাপতি, সেনবাগ উপজেলা ভাষাণী পরিষদ সাধারণ সম্পাদক মুন্সি গোলাম সোবান বাবু বসন্ত বণিক, বীর মুক্তিযোদ্ধা সাজেদুর রহমান, মরহুমের বড় ভাই তাজুল ইসলাম প্রধান, সেনবাগ বুলেটিনের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক নিজাম খোন্দকার, জাহাঙ্গীর আলম, সাংবাদিক রফিক সুমন, শহিুদুল ইসলাম, স্বপন, শামীম ও দৈনিক আত্ম-অধিকারের বার্তা সম্পাদক আবদুল জলিল, অনেকে। অনুষ্ঠানের শেষ অংশে মরহুমে আত্মাত মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন সাংবাদিক ইউনিটির সহ-সভাপতি ফকরুল ইসলাম মোবারক শাহ রিপন অনুষ্ঠিত হয়।
এবিএন/ফিরোজ আলম ভূঞা/জসিম/নির্ঝর