![অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ২য়দিন অতিবাহিত : যাত্রীদের ভোগান্তি](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/02/17/bus@abnews24_62822.jpg)
বরগুনা, ১৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : বরগুনা-বরিশাল-পটুয়াখালী- মহাসড়কে গতকাল বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু হয়েছে। ফলে এই অঞ্চলের অন্তত ১০টি পথে দূরপাল্লা ও আন্তজেলা বাস চলাচল বন্ধ রয়েছে। এতে এসব অঞ্চলের হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছে।তবে বরগুনা জেলা প্রশাসনের পক্ষথেকে বলা হয়েছে অচিরেই এসমস্যার একটা সমাধান হবে। এজন্য বাস মালিকসহ সংশ্লিষ্টসহদের নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।
মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে মাহেন্দ্র, ইজিবাইক, ভাড়ায় চালিত মোটরসাইকেলের অবৈধ চলাচল বন্ধসহ আটক বাসশ্রমিকদের মুক্তির দাবিতে বরিশাল-পটুয়াখালী-বরগুনা মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ এই ধর্মঘট ডাকে।
বাস ধর্মঘটের কারণে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে অসংখ্য যাত্রীকে চরম ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে পর্যটনকেন্দ্র কুয়াকাটার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় দূর-দূরান্ত থেকে আসা পর্যটক, শিক্ষা সফরে আসা শিক্ষক-শিক্ষার্থীরা সেখানে আটকা পড়েছেন।
বাস মালিক-শ্রমিকদের বাধার কারণে বরগুনা, পটুয়াখালী, কুয়াকাটা, আমতলী, বাকেরগঞ্জ, চান্দখালী, নিয়ামতি, বেতাগী থেকে ঢাকাসহ দেশের অন্যান্য স্থানে চলাচলকারী দূরপাল্লার কোনো বাসও গতকাল ছাড়তে পারেনি। ফলে এসব পথের অসংখ্য যাত্রী দুর্ভোগে পড়ে।
বরগুনা জেলা বাস মালিক সমিতির সভাপতি মো. সগির হোসেন বলেন, ‘মহাসড়ক থেকে মাহেন্দ্র ও অন্যান্য অবৈধ যান চলাচল বন্ধ না করা পর্যন্ত আমাদের ধর্মঘট অব্যাহত থাকবে। তবে বরগুনা জেলা প্রশাসনের পক্ষথেকে বলা হয়েছে অচিরেই এসমস্যার একটা সমাধান হবে।বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নুরুজ্জামান বলেন,আজ শুক্রবার সকালের জরুরি সভায় ইতিবাচক আলোচনা হয়েছে।
নাগরিক দুর্ভোগ, আইনগত বিষয়, বাস্তবতা, যাত্রীদের অভিযোগ সব নিয়ে বাস মালিকদের সাথে কথা হয়েছে। প্রশাসন সবার আগে নাগরিকদের সন্তুষ্টির কথা ভাবতে বাধ্য, এটাই তাদের জানানো হয়েছে। সন্ধ্যা ৮ টায় আরেকদফা মিটিং হবে, আশা করি এ মিটিংয়ের মাধ্যমে চলমান সমস্যার একটা সমাপ্তি ঘটবে।
এবিএন/তরিকুল ইসলাম/জসিম/স্বপ্না