
সিলেট, ১৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার দুপুরে প্রশাসনের সঙ্গে বৈঠকের পর এ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা মাইক্রোবাস সমিতির সভাপতি শাহ রিপন আহমদ।
তিনি জানান, মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তাদের আশ্বাসের পর ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
প্রসঙ্গত, পুলিশের হাতে মাদকসহ আটক দুই পরিবহন শ্রমিকের মুক্তির দাবিতে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টায় পরিবহন ধর্মঘটের ডাক দেয় জেলা মাইক্রোবাস সমিতি। ধর্মঘটে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নও সমর্থন দেয়।
মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এস এম রোকন উদ্দিন বলেন, শুক্রবার রাত ৯টার দিকে সিলেট ল কলেজের সামনে থেকে শফিক ও স্বপন নামের দুই পরিবহন শ্রমিককে ‘চার লিটার মদসহ’ আটক করে ডিবি পুলিশ। পরিবহন শ্রমিকরা তাদের মুক্তির দাবিতে নগরীর উপশহর পয়েন্টে সড়ক অবরোধ করেন। পুলিশ অবরোধ তুলে নেয়ার আহ্বান জানালে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া শুরু হয়। এতে এএসআই জৈন উদ্দিন ও কনস্টেবল সুজন মিয়া ও কয়েকজন শ্রমিক আহত হন। পরে পুলিশ লাঠিপেটা ও রাবার বুলেট নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় আরেক শ্রমিককে আটক করা হয়।
এবিএন/জনি/জসিম/জেডি