![বরগুনার বাস মালিকদের যাত্রী হয়রানীর বিরুদ্ধে সাধারণ মানুষ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/02/19/abnews24_63158.jpg)
বরগুনা, ১৯ ফেব্রুয়ারি, এবিনিউজ : অনির্দিস্ট কালের বাস অবরোধের পর এবার বরগুনার বাস মালিকদের বিরুদ্ধে স্বেচ্ছাচারীতা, অবৈধভাবে রুট দখল, অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানির অভিযোগ উঠেছে। নির্দিষ্ট স্থানে বাস টার্মিনাল স্থানান্তর ও যাত্রীদের হয়রাণী করার প্রতিবাদে এবং শ্রমিক অধিকার নিশ্চিত করার দাবীতে বরগুনায় যাত্রী অধিকার রক্ষা কমিটি ও সিটিজেন জার্নালিস্ট টিম নানা কর্মসূচী ঘোষনা করেন।কর্মসূচীর অংশ হিসাবে আজ সোমবার সকাল ১০ টায় টাউন হল চত্তরে মানব্বন্ধন ও অবস্থান কর্মসূচী করে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করবেন।
যাত্রী অধিকার রক্ষা কমিটির নেতৃবৃন্দরা জানান,প্রভাবশালী বাস মালিকদের অবৈধ সিন্ডিকেট, অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের সেবার নামে হয়রানী করার অসংখ্য অভিযোগ রয়েছে তাদের কাছে। যদি কোন যাত্রী প্রতিবাদ করে তাদেরকে হতে হয় অপমান ও অপদস্ত। যাত্রী সেবার নামে হয়রানী করার অধিকার বাস মালিকদের নাই।এটা তাদের বন্ধ করতে হবে। যাত্রী অধিকার রক্ষা কমিটির অর্থসম্পাদক তরুন অ্যাড. মিসকাত সাজ্জাত তার ফেসবুক স্টাটাসে বলেন, বাস মালিকদের অন্যায় দাবীর কারনে বেকার যুবকদের ভোগান্তিতে ও অসহায় পরিবার গুলোকে পথে বসিয়ে দিচ্ছে।.যেসব গরীব ছেলেরা আগে রাস্তায় ঘুরতো,নেশার জগতে ডুবে ছিল তারা একটা বাইক কিস্তিতে কিনে মোটামুটি ভাবে সংসার চালাতো।
তাদের ইনকাম ওদের অন্যায় দাবীর কারনে বন্ধ। অনেক পরিবার প্রধান নসিমন জাতীয় গাড়ি চালিয়ে ছেলে মেয়ে কে লেখা পড়া করাইতো,বাবা মাকে দেখতো বড় একটা পরিবার চালাইতো তাদের আয় রুজি বন্ধ। তাদের সেচ্ছাচারিতার কারনে সকালে বরগুনা থেকে বাস ছাড়লে বরিশাল গিয়া পৌছায় ১২ টায় । ১০ টায় বরিশালে মিটিং এমারজেন্সি,এক্সিডেন্ট হইছে বেতাগী বা নলটনা দ্রুত বাইকে হাসপাতাল নিয়া আসতে হবে কিন্তু অন্য কোন বাহনে যাওয়া যাবেনা বাস যেসময় ছাড়বে তাতেই যেতে হবে। এ অন্যায় অত্যাচার দিনের পর দিন করে আসছে প্রভাবশালী বাস মালিকরা সাংবাদিক রুদ্র রুহান তার দেয়া বরগুনা সিটিজেন ভয়সে উল্লেখ করেন, মাইঠার একটু সামনে যেতেই একজন তরুন হাত তুললো গাড়ি থামাতে। গাড়ি থামলো, তরুনটিকে বিনয়ের সাথে অনুরোধ জানালো তার সাথে থাক বোনকে পরীরখাল এস এসসি পরীক্ষা কেন্দ্রে লিফট দিতে। অলরেডি সাড়ে ন'টা ওভার, কারন পরীক্ষা আরম্ভ হতে সময় বেশি নেই।
ওই ছেলেটি জানালো, তার বোন বাসে চড়লে অসুস্থ হয়ে যায়, তাই অটোতে পরীরখালে রওয়ানা করছিল। কিন্ত ক্রোক পৌঁছতেই মালিক সমিতির লোকজন জোর করে অটো থেকে নামিয়ে বাসে তুলেছিল। পরীক্ষার্থী ওই মেয়েটি বাসে বমি করে অসুস্থ হয়ে পড়লে পথে এখানে নামিয়ে দেয়া হয়। এই নিয়ম কোন দেশে আছে। যেখানে মানুষের মৌলিক অধিকার পর্যন্ত তারা কেড়ে নিয়েছে।
এবিএন/তরিকুল ইসলাম/জসিম/অসীম রায়