![পাবনায় শিশুর রহস্যজনক মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/02/20/pabna@abnews_63226.jpg)
ঢাকা, ২০ ফেব্রুয়ারি, এবিনিউজ : পাবনার বেড়া উপজেলায় ইমন নামের এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা ১২টার দিকে উপজেলার পৌর সদরের পায়না গ্রামের অদূরে একটি ক্যানেল থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। শিশু ইমন একই গ্রামের ফরমান মোল্লার ছেলে।
পুলিশ জানান, রাতে ফরমান মোল্লা ও তার স্ত্রী দেড় বছরের ছেলেকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। ভোর রাতে তারা জেগে দেখেন তাদের সন্তান বিছানায় নেই এবং ঘরের দরজা খোলা। এসময় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে বেলা ১২টার দিকে বাড়ির অদূরে একটি ধানের মাঠের ক্যানেলের পাড়ে শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পায় স্থানীয় লোকজন।
এ ব্যপারে পাবনার সহকারী পুলিশ সুপার (বেড়া সার্কেল) সামসুল হক জানান, শিশুটির মৃত্যুর ঘটনা রহস্যজনক। ময়না তদন্তের জন্য শিশুটির লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এবিএন/মমিন/জসিম