![বরগুনায় যাত্রী হয়রানির প্রতিবাদে মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/02/20/pic_1_63303.png)
বরগুনা, ২০ ফেব্রুয়ারি, এবিনিউজ : বরগুনায় বাস মালিক সমিতির স্বেচ্ছাচারী সিন্ডিকেট, অতিরিক্ত ভাড়া আদায়, অবৈধভাবে রুট দখল ও যাত্রী হয়রানির প্রতিবাদ এবং উন্নত সড়ক ও আধুনিক বাস টার্মিনালের দাবিতে সমাবেশ ও মানববন্ধন করেছে সাধারণ যাত্রীরা। আজ সোমবার সকাল ১০টায় বরগুনার টাউন হল চত্বরসহ আমতলী ও পাথরঘাটা উপজেলায় একযোগে এ কর্মসূচি পালন করা হয়। বরগুনার সিটিজেন জার্নালিস্ট টিম আয়োজিত এ কর্মসূচিতে জেলার অভ্যন্তরীণ বিভিন্ন রুটের ভুক্তভোগী সাধারণ যাত্রীরা অংশ নেয়।
সমাবেশে বরগুনা-বেতাগী-বরিশাল, বরগুনা-আমতলী ও বরগুনা-পাথরঘাটা রুটসহ অভ্যন্তরীণ রুটের সব সড়কের দুর্দশার কথা তুলে ধরে জরুরি ভিত্তিতে সেসব সড়কের উন্নত সংস্কারসহ একটি আধুনিক বাস টার্মিনাল স্থাপনের দাবি জানান আয়োজক নেতৃবৃন্দ। এ ছাড়া সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ ভাড়া আদায়, সাধারণ যাত্রীদের সঙ্গে স্বেচ্ছাচারী অশালীন আচরণের প্রতিবাদ জানিয়ে প্রতিটি বাসে নারী যাত্রীদের জন্য নির্দিষ্ট আসন বরাদ্দেরও দাবি জানান তারা।
বরগুনার টাউন হল চত্বরে মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য দেন সাংবাদিক সোহেল হাফিজ, বরগুনা জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি এ্যাডভোকেট আক্তারুজ্জামান বাহাদুর, খেলাঘর বরগুনার সেক্রেটারি মুশফিক আরিফ, উন্নয়ন সংগঠন জাগো নারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি, সাংবাদিক মিরাজ আহমেদ জাবের, সিটিজেন জার্নালিস্ট টিমের সদস্য সাইমুল ইসলাম রাব্বী, বিশিষ্ট ব্যবসায়ী আরিফ খান প্রমুখ।
পাথরঘাটা পাৌর শহরের শেখ রাসেল স্কয়ারে পাথরঘাটা সিটিজেন জার্নালিস্ট গ্রুপের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এতে সুশীলন, স্বেচ্ছায় রক্তদান সংগঠন (প্রত্যয়), স্বেচ্ছায় সেবাদান সংগঠন (আস্থা), ছাত্র সংগঠন ও সুশীলন সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।এ সময় বক্তব্য রাখেন, সিটিজেন জার্নালিস্ট ও পাথরঘাটা উপজেলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভিন,আস্থার সভাপতি সাংবাদিক শফিকুল ইসলাম খোকন, সুশীলনের ম্যানেজার ইসমাইল হোসেন, প্রত্যয়ের সভাপতি মেহেদী শিকদার, সাংবাদিক আমিন সোহেল, পাথরঘাটা কলেজ ছাত্রলীগের সভাপতি রুহি আনান দানিয়াল প্রমুখ। আমতলী বাধঁঘাট চৌরাস্তা থেকে বটতলা পর্যন্ত মানববন্ধনে উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের লোকজনসহ হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।পৌর কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা, আড়পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান একেএম নুরুল হক প্রমুখ। বক্তারা অবিলম্বে যাত্রী হয়রানি বন্ধ, শ্রমিকদের ন্যায অধিকার, যাত্রীদের কাছ থেকে ন্যায্য ভাড়া, শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়ার দাবি জানান।
এবিএন/তরিকুল ইসলাম/জসিম/রাজ্জাক