![সেনবাগে জাতীয় পার্টির এক অংশের হামলায় ৪ জন আহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/02/21/senbag-news-@abnews_63410.jpg)
সেনবাগ(নোয়াখালী) ২১ ফেব্রুয়ারি, এবিনিউজ : একুশের প্রথম প্রহরে সেনবাগ শহীদ মিনারে পুস্প মালা অর্পনের সময় সেনবাগ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি এম তালেবুজ্জামান সহ কয়েক জন নেতার অর্তকিত হামলা করে সেনবাগ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব ফয়জুল ইসলাম সবুজ, পৌর জাতীয় পার্টির আহবায়ক মো. হারুন ও যুগ্ন-আহবায়ক ফখরুউদ্দিনসহ ৪জনকে মারধর করে আহত করেছে। এসময় তারা হামলা করেই শান্ত হয়নি শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য নিয়ে আসা পুস্পমালা ছুড়ে ফেলে দেন।
একটি সুত্রে জানায় মুল হামলার লক্ষ্য বস্তু ছিলো সেনবাগ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক হাসান মঞ্জুর। তিনি ফুল দেওয়ার জন্য শহীদ মিনারে আসার কথা থাকলেও জরুরী প্রয়োজনে ঢাকায় চলে যাবার কারণে হামলা থেকে রক্ষা পান।
এবিএন/ফিরোজ আলম ভূঞা/জসিম/নির্ঝর