![বরগুনায় ভূয়া ডাক্তারের চেম্বারে ভ্রাম্যমাণ আদালতের সিলগালা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/02/22/borguna-map_63665.jpg)
বরগুনা, ২২ ফেব্রুয়ারি, এবিনিউজ : বরগুনায় জহিরুল ইসলাম সৌরভ নামে এক ভূয়া ডাক্তারের চেম্বার সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে বরগুনা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাজেদুল ইসলাম ওই চেম্বারে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ন ওষুধ ও তার ডাক্তারি সনদ পত্রের কোন বৈধ কাগজ পত্র না পাওয়ায় চেম্বারটি সিলগালা করে দেন।
বরগুনা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাজেদুল ইসলাম বলেন, ওই চেম্বারে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ন ওষুধ ও জহিরুল ইসলাম সৌরভের ডাক্তারি সনদ পত্রের কোন বৈধ কাগজ পত্র না পাওয়ায় চেম্বারটি সিলগালা করে দেই। তাছাড়া অভিযুক্ত জহিরুল ইসলাম সৌরভ অভিযানের সময় স্থানে না থাকায় তাকে দেখা করতে বলা হয়েছে।
এবিএন/কুল ইসলাম/জসিম/রাজ্জাক