![মস্তফাপুর থেকে ৫ শত কেজি ঝাটকা জব্দ, আটক ২](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/02/23/jhatka recovery_63726.jpg)
মাদারীপুর, ২৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাসস্টান্ড এলাকা থেকে বুদবার রাতে প্রায় ৫শত কেজি ঝাটকা ও ১টি পিকাপ জব্দ করেছে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ। এ সময় আটক ২ জনকে এক বছর করে কারদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ শফিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মস্তফাপুর বাসস্টান্ড এলাকায় অভিযান মাদারীপুর সদর মডেল থানা পুলিশ। এ সময় প্রায় ৫শত কেজি ঝাটকা ও ১টি পিকাপ জব্দ করা হয়। এরপর আটক জসিম সরদার, পিতা লোকমান সরদার (৪০) বেলায়েত বেপারী, পিতা একানদার বেপারী (৩২) উভয় সাং মিয়ারহাট বাজার কালকিনি। প্রত্যেক এক বছর করে মৎস আইনে কারাদন্ড দেন ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানায় দান করা হয়েছে। পাশাপাশি দন্ডপ্রাপ্তদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/ইমরান