![ভেদরগঞ্জে ১৬মণ জাটকাসহ ৩জন আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/02/23/shariatpur pic-01_63732.jpg)
শরীয়তপুর, ২৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : ভেদরগঞ্জ উপজেলা মৎস্য বিভাগের পরিচালিত অভিযানে পদ্মানদী ও শরীয়তপুর- চাঁদপুর সড়ক থেকে ১৬ মণ জাটকা জব্দ ও ৩জনকে আটক করা হয়েছে।
ভেদরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগ্যান বলেন আমাদের ইউনিয়ন মৎস্য সম্প্রসারণ প্রতিনিধিদের সহায়তায় বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে কাঁচিকাটা ইউনিয়নের দূলারচরের পদ্মানদী থেকে ১৪ মণ জাটকাসহ দুলারচর গ্রামের মজিবর খা নামে একজনকে ও শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের ভেদরগঞ্জে সাউর্দান পরিবহন থেকে ২ মন জাটকাসহ শরীয়তপুর সদর উপজেলার মধ্যপাড়া গ্রামের মাসুদ বেপারী ও বড়গুনা জেলার পাথরঘাটার হাতিমপুর গ্রামের হিরু মিয়াকে আটক করেছে। পরে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সোহেল আহমেদ এর নেতৃত্বে পরিচালিত ভ্রম্যমান আদালত আটককৃতদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করে। জব্দকৃত জাটকাগুলো উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।
এবিএন/কাজী নজরুল ইসলাম/জসিম/ইমরান