![বরগুনায় নারীবান্ধব হাজতখানার উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/02/23/pic_2_63816.jpg)
বরগুনা, ২৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : বরগুনায় নারীবান্ধব হাজতখানার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বরগুনা সদর থানা চত্বরে বাংলাদেশ পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি শেখ মুহম্মদ মারুফ হাসান (বিপিএম, পিপিএম) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। পুলিশ সুপার বিজয় বসাক (পিপিএম)এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ পুলিশ বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আকরাম হোসেন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন মিরাজ, সাধারন সম্পাদক আ্যাড.গোলাম মোস্তফা কাদের ও জাগো নারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি প্রমূখ। অনুষ্ঠানে জেলার, উপজেলার পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
এবিএন/তরিকুল ইসলাম/জসিম/রাজ্জাক