শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সিলেট সিটি কর্পোরেশন ও ভারত সরকারের মধ্যে চুক্তি স্বাক্ষর

সিলেট সিটি কর্পোরেশন ও ভারত সরকারের মধ্যে চুক্তি স্বাক্ষর

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : বাংলাদেশ সরকার এবং ভারত সরকারের মধ্যে “Construction of Infrastructure for Education and Better Environment of Sylhet City Corporation” শীর্ষক প্রকল্প বাস্তবায়নের জন্য ২৪.২৮ কোটি টাকার একটি অনুদান চুক্তি অাজ শুক্রবার স্বাক্ষরিত হয়েছে। সিলেট সার্কিট হাউজে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষে শাহ মো: আমিনুল হক, অতিরিক্ত সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অর্থ মন্ত্রণালয়, ভারত সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা এবং সিলেট সিটি কর্পোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা, এনামুল হাবীব স্বাক্ষর করেন। ভারতীয় অনুদান ২৪ কোটি ২৮ লক্ষ টাকার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং উভয় দেশের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

দু’দেশের মধ্যে ২০১০ সালে ১ বিলিয়ন মার্কিন ডলারের প্রথম ‘ডলার ক্রেডিট লাইন এগ্রিমেন্ট’ স্বাক্ষরিত হয়। এরই ধারাবাহিকতায় দু’দেশের মধ্যে ২ বিলিয়ন মার্কিন ডলারের নমনীয় ঋণ সহায়তার জন্য দ্বিতীয় “ডলার ক্রেডিট লাইন এগ্রিমেন্ট” ২০১৬ সালে স্বাক্ষরিত হয়। উল্লিখিত ঋণ ছাড়াও ভারত বাংলাদেশকে আর্থ-সামাজিক অবকাঠামো খাতে স্বল্প মেয়াদী উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে অনুদান সহায়তা প্রদানের জন্য ২০১৩ সালে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এ সমঝোতা স্মারকের আওতায় এখন পর্যন্ত ৩টি প্রকল্প চূড়ান্ত করা হয়েছে যার পরিমাণ ৫৮.৩২ কোটি টাকা। শুক্রবার স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি ভারতীয় স্বল্প মেয়াদী উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িতব্য দ্বিতীয় প্রকল্প।

ভারত সরকার ও বাংলাদেশ সরকারের মধ্যে বিভিন্ন সেক্টরে দ্বি-পাক্ষিক সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। ভারত সরকার কর্তৃক প্রতিশ্রুত এ অনুদান সহায়তা বাংলাদেশের আর্থ-সামাজিক অবকাঠামো খাতে স্বল্প মেয়াদী উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যা দু’দেশের উন্নয়ন অংশীদারিত্বমূলক সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধিতে সহায়ক হবে।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত