![বরগুনার অামতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১জন মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/02/24/death-logo_63973.jpg)
বরগুনা, ফেব্রুয়ারি, এবিনিউজ : বরগুনার আমতলী উপজেলার আজীমপুর বাসস্ট্যান্ডে একটি দোকানে কাঠমিস্ত্রীর কাজ করার সময় আবদুল হাই (৫৫) নামের এক কাঠমিস্ত্রী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। আজ শুক্রবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। ঘরের কাজের সময়ে বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমতলী থানার এসআই গোলাম মস্তফা জানান, আমতলী থানায় এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।
এবিএন/তরিকুল ইসলাম/জসিম/রাজ্জাক