![আ’লীগ সরকারের শাসনামল নারীর ক্ষমতায়নের স্বর্ণযুগ: মায়া](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/02/25/maya_64101.jpg)
চাঁদপুর, ২৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ক্ষমতার সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করেছেন। আজ শনিবার মতলব উত্তর উপজেলার ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা লীগ আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আওয়ামী লীগ সরকারের চলমান শাসনামল নারীর ক্ষমতায়নের স্বর্ণ যুগ হিসেবে বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে। নারীরা নিজেদের যোগ্যতার মাধ্যমেই এ অধিকার অর্জন করেছেন।
ছেংগারচর পৌরসভার সাবেক কমিশনার শাহিনা আক্তারের সভাপতিত্বে সম্মেলনে চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গনি পাটোয়ারি, মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান মনজুর আহমেদ মঞ্জু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট রুহুল আমিন, সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য সচিব অধ্যাপিকা মাসুদা নুর খান, মতলব উত্তর উপজেলা মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা পারভীন আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়নের জন্য নারীদের গণজাগরণ সৃষ্টি করতে হবে। লেখাপড়ার মাধ্যমে নিজেদের অধিকার, দায়িত্ববোধ ও সমাজে তাদের অংশগ্রহণ জোরদার করতে হবে।
এবিএন/জনি/জসিম/জেডি