খাগড়াছড়ি, ২৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : বর্তমান সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক প্যাকেজ প্রচার কার্যক্রমের আওতায় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগসমুহের ব্রান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা, টেকসই উন্নয়নের লক্ষ্যসমূহ(এসডিজি), ভিশন: ২০২১ এর লক্ষ্য ও অর্জনসমূহ এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১০টায় মহালছড়ি টাউন হলে উপজেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস, খাগড়াছড়ি গণযোগাযোগ অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠিত হয়। মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল মোমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ২৯৮নং পার্বত্য আসনের সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহলছড়ি ডিগ্রি কলেজের প্রিন্সিপাল মৈত্রী প্রসাদ খীসা, জেলা পরিষদের সদস্য জুয়েল চাকমা, মহিলা ভাইস-চেয়ারম্যান কাকলী খীসা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলোৎপল খীসা এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহলছড়ি ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল উপস্থিত ছিলেন। সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের আয়োজক জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডকে বেগবান করার লক্ষ্যে পাহাড়ি-বাঙ্গালী সকলকে কাঁধে কাাঁধ মিলিয়ে একযোগে কাজ কাজ করার আহবান জানান। তিনি বলেন বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে যারা ব্যাহত করতে চায় তারা জাতির শত্রু। তাদের আশা যাতে সফল হতে না পারে তারজন্য সকলকে একতাবদ্ধ হওয়ার জন্য আহবান জানান। তিনি বর্তমান সরকারের সকল উন্নয়ন কর্মকান্ডের বিস্তারিত ফিরিস্তি তুলে ধরেন এবং এসডিজি অর্জন, ২০২১সালের মধ্যে মধ্যম আয়ের দেশে এবং ২০৪১সালের মধ্যে যাতে বাংলাদেশকে উন্নত দেশে এগিয়ে নেয়া যায় তার জন্য সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহিলা ভাইস-চেয়ারম্যান কাকলী খীসা, মহালছড়ি ডিগ্রি কলেজের অধ্যক্ষমৈত্রী প্রসাদ খীসা এবং মহালছড়ি ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিকবিদ, শিক্ষক, ধর্মীয়ব্যক্তি, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পেশার জনগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রিপু খীসা। আলোচনা সভার পূর্বে উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী আয়োজন করা হয়। খাগড়াছড়ি জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এবিএন/চাইথোয়াই মারমা/জসিম/নির্ঝর