![সেনবাগে দুই ডাকাত গ্রেফতার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/02/26/ee_64219.jpg)
সেনবাগ (নোয়াখালী), ২৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের কুতুবের হাট বাজারে ডাকাতির ঘটনায় আরো দুই ডাকাতকে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ। এরা হচ্ছে- সেনবাগের ৩ ডমুরুয়া ইউনিয়নের বাবুপুর শ্রীপুর গ্রামের নুনবীর পুত্র সোহেল (২০) ও কাদরা ইউনিয়নের তাহেরপুর গ্রামের রসুল আমিনের পুত্র রমজান (২২)। তাদেরকে আজ রবিবার দুপুরে নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। সেনবাগ থানার ওসি হারুন-অর রশিদ চৌধুরী জানান, কুতুবেরহাট বাজার ডাকাতির ঘটনায় এক ডাকাত সর্দ্দারসহ এ পর্যন্ত ৫ জন কে গ্রেফতার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।
এবিএন/ফিরোজ আলম ভূঞা/জসিম/রাজ্জাক