বরগুনা, ২৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : বরগুনায় কৃষি, কুটির শিল্প ও আনন্দ মেলার অন্তরালে অশ্লীল নৃত্য, জুয়া ও অসামাজিক কার্যকলাপ আয়োজনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচী পালন করে বরগুনার সচেতন নাগরিক ফোরাম।
আজ রবিবার বেলা ১১ টার দিকে বরগুনা প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচীর অংশ হিসাবে একটি বিক্ষোভ মিছিল বরগুনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বরগুনা প্রেসক্লাব চত্বরে শেষ হয়।
পরে সেখানে ঘন্ট্যাব্যাপি মানববন্ধনে বক্তারা বলেন, শিল্প ও বানিজ্য মেলার নামে প্রতিবছর বরগুনার একটি প্রভাবশালী মহল ২ নম্বর গৌরিচন্না ইউনিয়নে অসামাজিক কার্যকলাপের আয়োজন করে। এজন্য বেড়ে যায় চুরি, ডাকাতি, ছিনতাই ও ধর্ষণসহ নানান ধরনের অপরাধ। তাই এ বছর কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ গৌরিচন্না ইউনিয়নে তারা হতে দেবে না।
এ ব্যাপারে প্রশাসন ব্যাবস্থা না নিলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচীর দেয়ার কথা বলেন তারা। মানবন্ধনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ২ নম্বর গৌরিচন্না ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির। এ সময় মানববন্ধনে বরগুনার সর্বস্তরের জনগন অংশগ্রহন করেন।
এবিএন/তরিকুল ইসলাম/জসিম/রাজ্জাক