![বরগুনার আমতলী ও তালতলীর ৫০টি সেতু মরণ ফাঁদে পরিণত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/02/27/borguna-map_64409.jpg)
বরগুনা, ২৭ ফেব্রুয়রি, এবিনিউজ : বরগুনা জেলার আমতলী ও তালতলী উপজেলার জরাজীর্ণ ৫০টি সেতু মেরামতের জন্য উপজেলা এলজিইডি দপ্তর মন্ত্রণালয়ে বরাদ্দ চেয়েছে।
এগুলোর মধ্যে যেসব সেতু ইতোমধ্যে ধসে পড়েছে সেসব স্থানে ভারী সেতু নির্মাণের জন্য উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন আমতলী উপজেলা এলজিইডি কার্যালয়ের প্রকৌশলী মো. নজরুল ইসলাম।
আমতলী ও তালতলী উপজেলায় রক্ষণাবেক্ষণের অভাবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নির্মিত ৮৭টি লোহার সেতুর মধ্যে ৫০টি মরণফাঁদে পরিণত হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয় সূত্র জানিয়েছে, ১৯৯৭-১৯৯৮ অর্থবছরে এলজিইডির আওতায় হালকা যান চলাচল প্রকল্পের' অধীনে এসব সেতু নির্মাণ করা হয়। প্রকল্পটি ২০০৫ সাল পর্যন্ত কার্যকর ছিল। এরপর প্রকল্পের মেয়াদ বৃদ্ধি না করায় এসব সেতুর রক্ষণাবেক্ষণ এবং মেরামতে আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। নির্মাণের পর এসব সেতু রক্ষণাবেক্ষণের কোনো উদ্যোগ না নেওয়ায় এরই মধ্যে ৮০ ভাগ জরাজীর্ণ হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এরপর ঘূর্ণিঝড় সিডর, আইলা, মহাসেন ও রোয়ানুর প্রভাবে অধিকাংশ সেতু ক্ষতিগ্রস্ত হয়। সেতুগুলোর সিমেন্টের স্লীপার, হাতল ও অবকাঠামো ভেঙে পড়েছে। এ ছাড়া লোহার সেতুর হাতল ও অ্যাঙ্গেলসহ অন্য মালপত্র চুরি হয়ে যাচ্ছে।
এবিএন/তরিকুল ইসলাম/জসিম/রাজ্জাক