বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • বরগুনা জেলা প্রতিষ্ঠার ৩৩ বছর পূর্তি নানা আয়োজনে উদযাপিত

বরগুনা জেলা প্রতিষ্ঠার ৩৩ বছর পূর্তি নানা আয়োজনে উদযাপিত

বরগুনা জেলা প্রতিষ্ঠার ৩৩ বছর পূর্তি নানা আয়োজনে উদযাপিত

বরগুনা, ২৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : বরগুনা জেলার ৩৩ বছর পূর্তি উৎসব নানা আয়োজনের মধ্যের দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচী ঘোষনা করা হয়। আজ মঙ্গলবার সকাল নয়টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ।পরে জেলা প্রশাসকের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বর্নাঢ্য র‍্যালী ও আলোচনা শেষে কেক কেটে দিবসের উদ্বোধন করা হয়। বিকেলে শিল্পকলা একাডেমীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।বরগুনা জেলা প্রতিষ্ঠার ৩৩ বছর পূর্তি নানা আয়োজনে উদযাপিত

বরগুনা জেলা প্রশাসক ড. মহা বশিরুল আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মো. নুরুজ্জামান,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল্লাহ্, সদর উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লা,পৌর মেয়র মো. শাহাদত হোসেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহেরুন্নাহার মুন্নি, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আ. রশিদ, এনজিও ফোরামের সভাপতি আ. মোতালিব মৃধা প্রমূখ।বরগুনা জেলা প্রতিষ্ঠার ৩৩ বছর পূর্তি নানা আয়োজনে উদযাপিত

১৯৮৪সনের ২৮শে ফেব্রুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মো. এরশাদ বরগুনা মহাকুমাকে জেলায় উন্নিত করেন। আয়োজিত এই ব্যতিক্রমী অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এবিএন/তরিকুল ইসলাম/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত